Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিআরডিবি বর্তমানে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকারের মুখ্য ও বৃহৎ প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত ।
বিস্তারিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার ফসল “বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি)”।সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে তিনি মেধা, শ্রম,ধ্যান-জ্ঞান এক কথায় সর্বশক্তি বিনিয়োগ করেন । তিনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন বাংলাদেশকে একটি আত্ম-নির্ভরশীল, ক্ষুধা- দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই গ্রামের উন্নয়ন ঘটাতে হবে।আর গ্রামের উন্নয়ন ঘটাতে হলে এমন সব পদক্ষেপ নিতে হবে যার মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণের আর্থসামাজিক অবস্থার একটা গুণগত পরিবর্তন ঘটে।  আর এই পরিবর্তনের জন্য তিনি ১৯৭২ সালে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে ছিলেন।
 

পল্লীর জনগোষ্ঠীকে সংঘটিত করে মানব ও বস্তুগত সম্পদের সর্বাধিক ব্যবহার, কৃষি ও অ-কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও মূলধন সহায়তা প্রদান সহ পল্লীর জীবন মান উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে সামগ্রিক পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে । আর এ জন্যই তিনি ষাট এর দশকে ডঃ আকতার হামিদ খান কর্তৃক আবিষ্কৃত বিশ্বনন্দিত কুমিল্লা মডেলের দ্বি-স্তর সমবায় পদ্ধতি বাস্তবায়নের জন্য হাতে নেয়া “সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি)” কে ১৯৭২ সালে সারাদেশে সম্প্রসারণ করেন।সদ্য স্বাধীন বাংলাদেশে এর কার্যক্রম ব্যাপক সফলতা অর্জন করে।১৯৮১ সালে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার যৌথভাবে আইআরডিপি’র সার্বিক কার্যক্রম মূল্যায়নে একটি সমীক্ষা পরিচালনা করে। এ যৌথ সমীক্ষা প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আইআরডিপি’র সাফল্যকে আরও সুসংহত করার উদ্দেশ্যে ১৯৮২ সালে সরকার এই সফল কর্মসূচীকে “বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে” রূপান্তর করেন ।

 
বিআরডিবি’র কার্যক্রম সম্পর্কে এক কথায় বলা যায় ষাট দশক থেকে এ পর্যন্ত পল্লী উন্নয়ন সেক্টরে যেসব ইতিবাচক  পরিবর্তন ঘটেছে এবং এখনও পরিবর্তন ঘটে যাচ্ছে  তার সবই হচ্ছে দ্বিস্তর সমবায়ের মাধ্যমে আইআরডিপি তথা বিআরডিবি’র প্রভাব থেকে বা অভিজ্ঞতা থেকে। সময়ের আবর্তে সরকারি নীতি ও কৌশলের সাথে সংগতি রেখে বিআরডিবি বর্তমানে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকারের মুখ্য ও বৃহৎ প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত । 

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নির্বাচনী অংগীকার “ রূপকল্প -২০২১”, “এসডিজি-২০৩০” এবং “রূপকল্প -২০৪১” বাস্তবায়নের জন্য পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকারের সর্ববৃহৎ  প্রতিষ্ঠান হিসাবে বিআরডিবি  নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ছবি
প্রকাশের তারিখ
03/05/2018
আর্কাইভ তারিখ
01/07/2021